Software Engineer এবং WebDeveloper কি Same নাকি Different?


Software Engineer এবং WebDeveloper কি Same নাকি Different? 





এটি একটি খুবই জনপ্রিয় Question. এই Question টি নিয়ে IT মহলে বেশ আলোচনা সমালোচনা হয়। 


এখানে দুটি শব্দ, একটি হল ইঞ্জিনিয়ার আরেকটি হল ডেভেলপার। সহজ ভাবে বলতে গেলে, প্রতিটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারি এক এক জন ডেভেলপার কিন্তু প্রতিটা ওয়েব ডেভেলপার সফটওয়্যার  ইঞ্জিনিয়ার না। 


একটা সহজ উদাহরণ দিলেই, বিষয় টা ক্লিয়ার হবে। 

আমরা যখন কোন দালান বানাই, তখন যে দালানের Complete Architecture Design করে, কোথায় কি হবে কি হবে না সব কিছু Decide করেন উনি হলেন ইঞ্জিনিয়ার, আর যারা ইঞ্জিনিয়ার এর আন্ডারে কাজ করে তারা হল ভেভেলপার। 


প্রতিটা ভেভেলপার ইঞ্জিনিয়ার এর আন্ডারে কাজ করে, যখন সিনিয়র হয়, Complex Problem Solve করার Capability Gain করে। তখন তার ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ার সাধারণত ইঞ্জিনিয়ার শব্দ বেবহার করি। ইঞ্জিনিয়ার শব্দ টা বড় পড়িসরে বেবহার করা হয়।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন